Select Page

আপনি বিসিএস বা যে কোন চাকরি পরীক্ষার প্রিলিমিনারি বা এমসিকিউ এর প্রপারেশান নিচ্ছেন। এসময় আপনার সাধারণ জ্ঞান পড়তে বেশ ভালো লাগে। ম্যাথ, ইংরেজী এগুলো পড়তে কষ্ট হয়। গাইড, কারেন্ট এফেয়ার্স বা ফেইসবুকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই কিছু সাধারণ জ্ঞান জানা হয়, মজাই লাগে – মনে হয় এটাই চাকরির প্রিপারেশান। কিন্তু না – আসলে, এটা একটা ট্রাপ – একটা মধুর ট্রাপ। আমি বলি – General Knowledge Trap.

এই ট্রাপকে ব্যবহার করে কোচিং সেন্টার। হঠাৎ আপনাকে একটা সাধারণ জ্ঞান জিজ্ঞেস করলো – আপনি পারলেন না। আহা পারবেন কি করে – ঐ কোচিং ছাড়া ঐ প্রশ্নের উত্তর জানা যে সম্ভব নয়। তাইলে ঐ কোচিং ছাড়া আপনি বিসিএস ক্যাডার কি করে হবেন? আর এখন ফেইসবুকের কারণে এই জেনারেল নলেজ ট্রাপ আরও আকর্ষণীয় হয়েছে। বিভিন্ন গ্রুপে ‘এই মাসের আপডেট’, ‘আজকের আপডেট’ ‘সপ্তাহের আপডেট’ এমন সুন্দর সুন্দর নামের ফুলজুরি দিয়ে ঘণ্টায় ঘণ্টায় পোস্ট। এগুলো দোষের কিছু না। কিন্তু যদি মনে করেন – এগুলো প্রতিদিন দেখছেন, প্রতিদিনই জ্ঞানী হচ্ছেন – ফেইসবুকের সময়টাকে অপচয় মনে হচ্ছে না, প্রিপারেশানই তো হচ্ছে আর কিচ্ছু দরকার নেই। তাহলেই আপনি জেনারেল নলেজ ট্রাপে পড়েছেন।

এটি করে আপনার চাকরির প্রিপারেশান দুই শতাংশও হচ্ছে না। তাই এই মধুর জেনারেল নলেজ ট্রাপ থেকে দূরে থাকুন। এক্ষুণি এই অভ্যাস ত্যাগ করুন। আপনাকে ম্যাথ, মানসিক দক্ষতা, বাংলা, ইংরেজী, বিজ্ঞান পারতেই হবে। বিসিএসের সিলেবাস অনেক বড়, অনেকগুলো সাবজেক্ট – একারণে এটা আরও বেশি সত্য হয়ে গেছে।

আপনি জেনারেল নলেজ অবশ্যই পড়বেন, কিন্তু বেশি ফোকাস থাকুক ম্যাথ, ইংরেজি, বাংলা এসব বিষয়ে।

Put one asterisk sign (*) to General Knowledge but double asterisk sign(**) to Math & English.

এখন বিসিএস সিলেবাস আসলেই ব্যাপক। তাই ভালোভাবে প্রিপারেশান নিতে গেলে বেশি পড়ার বিকল্প নেই। যদি অনেক পড়া মনে হয়, তাহলে ভেবে দেখুন, এত কিছু তো আপনি একদিনে শেষ করবেন না। সবাই ধাপে ধাপে শেষ করে। তাই অনেক পড়া মনে করে পেনিক নিয়েন না। টানা কয়েকদিন পড়লেই ছোট হয়ে আসবে। সময়কে কাজে লাগালেই ব্যথা থেকেই আলো ফুটবে।

© সুজন দেবনাথ