বিজনে একা একা কথা কও // সুজন দেবনাথ

আমরা ভিসামুক্ত পৃথিবীর কথা ভাবছিলাম- তখনই এলো করোনাউড়োজাহাজের পাখা কেটে পৃথিবী বললো- সাবধান, হাত ধরোনাছুঁয়োনা, ছুঁয়োনা, অশুচিতে ভরা দশদিকমানুষকে বাঁচাতে মানুষ আজ অমানবিক আমি করুণ চোখে ভালোবাসার দিকে তাকালামভালোবাসা মুচকি হেসে বললোÑতুমি কি হাতি? হাতে হাতে চাও...

কয়েকশ কোটি দ্বীপ // সুজন দেবনাথ

যতোবার দুয়ার খুলি, তোমার সাথে দেখাতবু কেউ কারো নই, দু’জনেই একা মাঝে মধ্যে নিজেকে ছেড়ে দেইমন নয়, চোখের আদেশে হাঁটা দেইভীড়ের মধ্যে একলা হয়েহারতে হারতে হারিয়ে গিয়েজিততে চেয়ে দেখি, আরশিতে টিকটিকি- টিক টিক টিকএকা ঘর, একা বসতি। টিকটিকি বলে, মানুষ সর্বভূক জীব চেটে-পুটে প্রেম...

নদী // সুজন দেবনাথ

মানুষমাত্রই নদী, তফাৎ-সে দুই কূলই ভাঙে, জন্ম থেকে মৃত্যু অবধিতোমরা বলো, শুধু নারীই নাকি নদীনিজের গলা দুঃখ হয়ে বইছে নিরবধিকথা সত্য, তবু কোনোদিন- পুরুষের অন্তবিহীনপাড় ভাঙা দেখতে পেতে যদি, হয়তো মানতেÑ প্রতিটি মানুষই নদী-একটি ঢেউয়ের পেছনে ছুটছে, জন্মাবধিঢেউটিকে আমি বলি...

শীতবৃষ্টি // সুজন দেবনাথ

ইউরোপ খুব বেকুব, ঋতুজ্ঞানহীনএখানে শীত আসে ছাতা মাথায় দিয়েসন্ধ্যা হতে আকাশ কাঁদছে রিনরিনআমার স্মৃতিরা ভিজছে তোমায় নিয়ে শীতবৃষ্টি, শীতবৃষ্টি, শহরের মাথায় টুপিব্যালকনিতে পাখিদের জল-চুমোএথেন্সের একলা ঘরে হিটারের জ্বর মাপিমিস করছি তোমার গায়ের ওমও বিজন ট্রেন, কয়েকজোড়া ভিজে...