Select Page

বিসিএসের জন্য লিখিত পরীক্ষাই হলো সেই জিনিস যাকে আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রিলি ভীষণ রিস্কি, আর ভাইভা অনেকটাই ভাগ্যের হাতে। তাই লিখিত পরীক্ষাকেই টার্গেট করতে হয়। এখানে যারা প্রথম দিকে থাকে, তারাই সফল হয়। পছন্দের ক্যাডার পেতে হলে আপনাকে একেবারে ১ম দিকে থাকতে হবে। অন্যদের পেছনে ফেলতে হবে। সেজন্য মূলমন্ত্র হলো – অন্যদের চেয়ে এগিয়ে যাবার পথগুলো খুঁজে বের করা। সেজন্য –

(১) প্রতিটা সাবজেক্টে নাম্বার বাড়ানোর প্লান করুন। সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা প্লান লিখে ফেলুন। যারা রিটেন দিচ্ছে, তারা সবাই ভালো, একটা মিনিমাম এভারেজ নাম্বার সবাই পাবে। কিন্তু চেষ্টা করলে প্রতি বিষয়ে এভারেজ নাম্বারের চেয়ে ৫-১০ বা ২০ নাম্বারও বাড়ানো সম্ভব। সেজন্য বিষয় ধরে প্লান করে সেটা বাস্তবায়ন করুন।

(২) রিটেনের উত্তরপত্র দেখবেন ঐ বিষয়ের কোন শিক্ষক। তো আমার স্ট্রাটেজি হল – উত্তরে এমন কিছু থাকতে হবে যেন শিক্ষক মনে করেন, এটা তাঁর সাবজেক্টের কোন স্টুডেন্টের খাতা। মানে খাতা দেখে বাংলার শিক্ষক ভাববেন -এতো বাংলার স্টুডেন্ট, ইংরেজির শিক্ষক ভাববেন –এ যে ইংরেজীর স্টুডেন্ট, আবার বিজ্ঞানের শিক্ষকও ভাববেন –এ বিজ্ঞানের স্টুডেন্ট না হয়ে যায় না।

এই ধারনা যেই বিষয়ের শিক্ষককে দিতে পারবেন, অবশ্যই আপনি সেই বিষয়ে অন্যদের চেয়ে এগিয়ে যাবেন। তো ভাবছেন যে, এতো ভয়ানক কঠিন কাজ!! সব সাবজেক্টে এটা করতে হলে তো এরিস্টোটল হওয়া লাগবে! না লাগবে না। আপনি মিস্টার সুমন বা মিজ সুমনা হয়েই প্রতিটি সাবজেক্টে এটা করতে পারবেন।

(৩) সিলেবাস দেখুন ভালো করে প্রতিটই বিষয়ে।

© সুজন দেবনাথ