Select Page

মানুষমাত্রই নদী, তফাৎ-
সে দুই কূলই ভাঙে, জন্ম থেকে মৃত্যু অবধি
তোমরা বলো, শুধু নারীই নাকি নদী
নিজের গলা দুঃখ হয়ে বইছে নিরবধি
কথা সত্য, তবু কোনোদিন- পুরুষের অন্তবিহীন
পাড় ভাঙা দেখতে পেতে যদি, হয়তো মানতেÑ

প্রতিটি মানুষই নদী-
একটি ঢেউয়ের পেছনে ছুটছে, জন্মাবধি
ঢেউটিকে আমি বলি কবর, তুমি সমাধি