Select Page

সুজন দেবনাথের প্রথম গল্পগ্রন্থ ‘কীর্তিনাশা’।

‘কীর্তিনাশা’

প্রকাশকালঃ ২০১৫

কবি প্রকাশনী

‘কীর্তিনাশা’ গল্পগ্রন্থটি অব্যয় অনিন্দ্য ছদ্মনামে প্রকাশিত হয়। লেখকের জন্ম ও বেড়ে ওঠা পদ্মা নদীর তীরে। তাই তাঁর শৈশবে হারিয়ে যাওয়া স্মৃতির আধুলি থেকে শুরু করে  কৈশোরের জ্যোৎস্নাঘুমে লেগে আছে পদ্মার ঘ্রাণ। এই পদ্মারই অন্য নাম ‘কীর্তিনাশা’। তাই ‘কীর্তিনাশা’ আসলে লেখকের ছোট্ট জীবনের অতি ছোট্ট দূরবীনে ভেসে ওঠা টুকরো টুকরো ছবি। ছবিগুলো আশ্রয় করেছে বিচিত্র বিষয়ে, নানা চরিত্রে। কিন্তু মূল সুরে যেন বিশ্বমানবতার প্রত্যাশা আর প্রাপ্তির আবছা দূরত্বটুকু ভেসে উঠেছে। তেরটি ছোট গল্পের সংকলন ‘কীর্তিনাশা’।

গল্পগুলোতে পদ্মানদী এসেছে মানবী হয়ে, নদীর বুকে ভাসমান লঞ্চ এসেছে জীবন্তসত্ত্বা নিয়ে। প্রেম হয়ে গেছে জীবনের সঞ্জীবনী মন্ত্র। অমর একুশ আর মুক্তিযুদ্ধকে লেখক দেখেছেন একেবারে নতুনরূপে, আজকের দিনের আলোকে।    মহাকাল সব ভাসিয়ে নিলেও চাওয়া আর না-পাওয়ার সনাতন দূরত্বটিকে ভাসিয়ে নিতে পারে না। স্রোতস্বিনী কীর্তিনাশা নদীও মহাকালের মতই সব ভাসিয়ে নিলেও চাওয়া আর না-পাওয়ার দূরত্বকে বহন করেই চলে। ‘কীর্তিনাশা’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পেই এই চাওয়া আর না-পাওয়ার দূরত্বই প্রকাশ পেয়েছে, ভিন্ন ভিন্ন বিষয়কে ঘিরে,  ভিন্ন ভিন্ন আঙ্গিকে।