
সুজন দেবনাথ বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কথাশিল্পী। কথাসাহিত্য এবং কবিতা দুই শাখাতেই রয়েছে বিচরণ।
সুজন দেবনাথ ১৯৮২ সালে বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও এঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) অনুষদে এমবিএ অধ্যয়নরত অবস্থায় ২৮-তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে ৩য় স্থান অধিকার করে ২০১০ সালে বাংলাদেশ কূটনৈতিক সার্ভিসে (ডিল্পোমেসি) যোগদান করেন। এরপর ক্যানবেরা শহরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষরাবলী ও কূটনীতি বিষয়ে অধ্যয়ন করেন। বর্তনামে তিনি ভুটানের রাজধানী থিম্পুতে কাউন্সেলর হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর হিসেবেসফলতার সহিত দায়িত্ব পালন করেছেন।
বাংলা সাহিত্যকে সত্যিকারভাবে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া তার স্বপ্ন। তাই তার লেখায় আন্তর্জাতিক বিষয় ঘুরে ঘুরে আসে।
তার প্রথম উপন্যাস ‘হেমলকের নিমন্ত্রণ’। বিপুল পাঠক নন্দিত এই সুবৃহৎ এই ঐতিহাসিক উপন্যাসটি ২০২০ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়। সক্রেটিস, প্লেটো, হেরোডটাস, সফোক্লিসদের নিয়ে রচিত এই উপন্যাসে অত্যন্ত সুখপাঠ্য গল্পের মধ্য দিয়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো গ্রিসে কিভাবে জন্ম নিলো সেটি তুলে ধরেছেন লেখক। সক্রেটিসকে প্রধান উপজীব্য করে এথেন্স শহরে কারা কিভাবে একে একে সৃষ্টি করলো থিয়েটার, সাহিত্য, গণতন্ত্র, বিজ্ঞান, ইতিহাসশাস্ত্র, দর্শন, অলিম্পিক গেমস, চিকিৎসাশাস্ত্র, প্লেটোনিক প্রেমসহ আধুনিক জ্ঞানের সবকিছু – সেটিকে একুশ শতকের মুখের ভাষায় একটি মাত্র গল্পে নিয়ে এসেছেন সুজন দেবনাথ। বাংলা ভাষায় এই বিষয়ে এত বৃহৎ কলেবরে আর কোন লেখা হয়নি।
গ্রিসের পুরো ক্ল্যাসিকাল সময়টিকে (খ্রিস্টপূর্ব ৫ম শতকে) নিয়ে একটি গল্পে এতোগুলো বিষয়ের জন্মের কথা নিয়ে বই বিশ্ব সাহিত্যেই বিরল। সেজন্য ‘হেমলকের নিমন্ত্রণ’ বইয়ের গল্পটিকে দেশ-বিদেশের সক্রেটিস বিশেষজ্ঞ এবং গ্রিস বিষয়ে পণ্ডিতগণ গল্পটিকে ব্যাপকভাবে সমাদর করছেন। এই বইয়ের গল্পটিকে এথেন্সের সক্রেটিসের ভক্তদের সংগঠন ‘ওডিও ইডেন’ ২০২০ সালের সেরা গল্প হিসেবে নির্বাচিত করে এবং ২০২০ সালে সক্রেটিসের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য লেখককে আমন্ত্রণ জানান।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রিস ভ্রমণ নিয়ে সুজন দেবনাথ গবেষণা করেছেন। বাংলা ভাষায় এ বিষয়ে তেমন কোন গবেষণা বা লেখা এর আগে হয়নি। তিনি এথেন্সে বসবাসকালে কবিগুরুর এথেন্স ভ্রমণের বিষয়, গ্রিক কবি-সাহিত্যিকদের সাথে রবীন্দ্রনাথের যোগাযোগ এবং রবীন্দ্র রচনায় গ্রিক প্রসঙ্গ কিভাবে এসেছে সেসব নিয়ে গবেষণা করেছেন। এই বিষয়ে নিয়ে একই মোড়কে গল্প এবং গবেষণা প্রবন্ধ দুটোই নিয়ে তার বই ‘সক্রেটিসের নগরে রবীন্দ্রনাথ’।
২০১৭ সালে তার রচনা ও পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম ইংরেজী গান প্রকাশিত হয়। গ্রিক শিল্পী এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নির্মিত এই গানে ২১ দেশের মানুষ অংশগ্রহণ করে।
তিনি লেখালেখি শুরু করেন অব্যয় অনিন্দ্য ছদ্মনামে। এই নামে ২০১৫ সালে তার একটি কাব্যগ্রন্থ ‘মন খারাপের উঠোন’ এবং একটি গল্পগ্রন্থ ‘কীর্তিনাশা’ প্রকাশিত হয়।