Select Page

ইউরোপ খুব বেকুব, ঋতুজ্ঞানহীন
এখানে শীত আসে ছাতা মাথায় দিয়ে
সন্ধ্যা হতে আকাশ কাঁদছে রিনরিন
আমার স্মৃতিরা ভিজছে তোমায় নিয়ে

শীতবৃষ্টি, শীতবৃষ্টি, শহরের মাথায় টুপি
ব্যালকনিতে পাখিদের জল-চুমো
এথেন্সের একলা ঘরে হিটারের জ্বর মাপি
মিস করছি তোমার গায়ের ওমও

বিজন ট্রেন, কয়েকজোড়া ভিজে ভালোবাসা
ঠান্ডা আলো, ঠোঁট-সেতুতে উঠেছে ধোঁয়াশা
ওদের জন্যই শীতের বৃষ্টি, জলও নিরব প্রেমী
ঠোঁটের আগুন প্রেমের যজ্ঞ, জ্বলছি নাকি আমি?
তুমি রয়েছ বাংলাদেশে, একলা পুড়ছ তাপে
জানলে না তো, বৃষ্টি হয়ে ঝরছো ইউরোপে