সূর্য সারাক্ষণ হিলিয়ামে পুড়ছে
কবি বলছে আলো, বিজ্ঞানী বলছে শক্তি
সূর্যের দহনের কথা কেউ বলছে না
সুদিন আনার কথা দিয়ে ওরা মানুষ মারছে
সবাই দেখছে খুন, খুনিরা বলছে মুক্তি
শুধু মানুষের মৃত্যু কেউ দেখছে না
নাকি দেখছ তুমিও? সব দেখেও থাকছো চুপ করে?
মাপছো জল, মিডিয়ার চোখ কোথায় ফোকাস করে
মানবতার রঙও দেয়াল খোঁজে
কোনোখানে বেশি আলো বোঝে
সব আর্তনাদ সবাইকে ছোঁয় না
অনেক কষ্টই কয়লায় থেমে যায়
হীরা আর হয় না