বিসর্জন নয় – ফিরে ফিরে আসা।
বিসর্জন অনেক দিয়েছি। নন্দী বাড়ির উঠোনের বেলতলায় বিসর্জন দিয়েছি ইচিং-বিচিং শৈশব। দালানের রেলিং থেকে ফেলে দিয়েছি অধরা স্বপ্ন। জলে ভেসে গেছে সুন্দর ভবিষ্যতের আশা দেখানো বাদামী প্রেম। সব কিছুর বিসর্জন হয়ে গেছে। যা গেছে তা তো গেছেই। আর নয় বিসর্জন।
এবারও যাচ্ছি। তবে ফিরবো বলেই যাচ্ছি।
— কথাটা ভাবতে ভাবতে পূজা মণ্ডপ থেকে বের হলো মেয়েটা। রিক্সা দেখছে। হঠাৎ বাম দিক থেকে ভেসে আসছে একটা লোমশ হাত। একটু একটু করে এগোচ্ছে হাতটা।
হঠাৎ মেয়েটি বাম হাতে লোমশ হাতটা ধরে ডান হাত দিয়ে সজোরে মারলো একটা থাপ্পর।
জীবনে এই প্রথম পারলো। অনেক দিন ভেবেছে – কিন্তু আগে পারেনি। আজ পারলো।
যাক – দুর্গার তাহলে বিসর্জন হয়নি। দুর্গা আছে। মাটির দুর্গা জলে ভেসে গেছে। সত্যিকার দুর্গা রয়ে গেছে – আমার ঘরে, তোমার আঙিনায়, ব্যস্ত ফুটপাতে, বাদাম-ছোলা ক্যাম্পাস অথবা অফিসের ছোট্ট ডেস্কে।
© সুজন দেবনাথ