আমরা ভিসামুক্ত পৃথিবীর কথা ভাবছিলাম- তখনই এলো করোনা
উড়োজাহাজের পাখা কেটে পৃথিবী বললো- সাবধান, হাত ধরোনা
ছুঁয়োনা, ছুঁয়োনা, অশুচিতে ভরা দশদিক
মানুষকে বাঁচাতে মানুষ আজ অমানবিক
আমি করুণ চোখে ভালোবাসার দিকে তাকালাম
ভালোবাসা মুচকি হেসে বললোÑ
তুমি কি হাতি? হাতে হাতে চাও আহবান?
তুমি মানুষ, মনে মনে হোক তোমার টান
এই সুযোগ, নিজেকে চিনে লও
পৃথিবীর প্রথম মানুষের মতো
বিজনে একা একা কথা কও