প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে কবিদের নির্বাসন দিয়েছিলেন। এটি নিয়ে আজ পর্যন্ত কবিদের মনে অনেক আক্ষেপ। তারা প্লেটোকে গালমন্দ করেন। প্লেটো কোন অবস্থায়, কীসের ক্ষোভে এমন কথা বলেছিলেন, সেটি বিস্তারিত বলার জায়গা এটি নয়। এখানে শুধু বলতে চাই, কবিদের নির্বাসন দিয়ে প্লেটো নতুন কিছু করেননি। আসলে কবি চিরকালই নির্বাসিত। তার কোন ঘর নেই। সে আপনার মনে বাস করে। সে মানুষের মনে মনে ঘুরে বেড়ায়। মানুষের মনের একান্ত গোপন কথা জানতে সে সারারাত অন্যের মনে উঁকি দেয়। মানুষের চোখের তারায় অক্ষর হয়ে ভাসে। কবির নিজের ঘর নেই, কবিরা সত্যিই নির্বাসিত। সেই নির্বাসিত কবিদেরই প্লেটো নির্বাসন দিয়েছিলেন আড়াই হাজার বছর আগে। প্লেটো না বুঝেই – একটা সত্য ঘটনাকে মহিমান্বিত করে গেছেন।
© সুজন দেবনাথ // ‘হোমার-সাগরে হিমালয়’ এর ভূমিকা থেকে নেয়া
………………………… ……………………………