ঈদ মানেই বাবার সাথে নামাজ পড়তে যাওয়া। ঈদ মানেই চেনা-অচেনা সবাইকে দৃঢ় আলিঙ্গনে বলে ওঠা ‘ঈদ মুবারক’। ঈদ মানেই চকচকে ঈদ-সালামী। ঈদ মানেই মায়ের হাতের মাংস-সেমাই। উৎসব হলো পাশে কিছু আপন মানুষ। কিছু পরিচিত শব্দ, কিছু চেনা স্পর্শ।
কিন্তু প্রবাসে যারা একা থাকে, তাদের কাছে এসব কিছু নেই। প্রবাসীদের কাছে ঈদ মানে হাজার মাইল দূরে অপেক্ষা করা আপনজন, ঈদ মানে ছোট্টবেলার স্মৃতি আর ‘আগামী ঈদে হয়তো দেশে যাবো’ – এই আশায় দিনগোনা।
সেই প্রবাসীদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে দূতাবাস থেকে আমাদের ঈদ দূর-শুভেচ্ছা । এথেন্স এবং এথেন্স থেকে দূরে গ্রীসের বিভিন্ন দ্বীপের প্রবাসী ভাই-বোনদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদের দূর-শুভেচ্ছা। ‘দূর শুভেচ্ছায়’ গ্রীসের ক্রীত, সান্তোরিনী, কস, জাকিন্থোস দ্বীপ, মানোলাদা, থেসালোনিকি এবং মাল্টার প্রবাসীরা অংশ নেন।
১২ আগস্ট ২০১৭, এথেন্স © সুজন দেবনাথ