মিস্টার ডোনাল্ড ট্রাম্প – নামেই চমক।
গত কয়েক বছরে তিনি যা করেছেন সব কিছুতেই চমক। সবাইকে ট্রাম্প করে দিয়েছেন।
সারা পৃথিবী তাঁর চমকে চমৎকৃত। আমি চাই তিনি আর একটা চমক দিক। তাঁর প্রথম State of the Union ভাষণে বলে উঠুক –
‘ওকে, ওভার ট্রাম্প, এখন থেকে আমেরিকার প্রধান খেলা ক্রিকেট’। 😛 😛
অনেক দিনের সঞ্চিত আশা – একদিন আমেরিকারে হারামু।
১০ নভেম্বর ২০১৬, এথেন্স, © সুজন দেবনাথ