১.
কান্নারও প্রাণ আছে, চোখের জলও কথা কয়
জন্ম আর মৃত্যুর গল্প, কান্না দিয়েই লেখা হয়
২.
যুগল অশ্রুই সুন্দরতম
চার চোখে এক দুঃখ, সেই কান্নাই মহত্তম
৩.
কান্নার কোনো রং নেই
পুরুষ না নারী কাঁদছে, অশ্রুতে তা লেখা নেই
যে চোখ থেকেই ঝরুক না কেন, অশ্রুর কোনো জেন্ডার নেই