চেনা সাগর। অচেনা জল। জলে নীলকণ্ঠ ফুল। কাকে ভালোবেসেছে ও? কার ভালোবাসার রঙ নীল! অমন ভয়ংকর নীল।
চলছে কাসান্দ্রা – ছোট্ট জাহাজ। ভাসছি। স্বপ্ন ধুয়ে ভাসছি। উড়ছি। জীবন ভিজিয়ে উড়ছি। পেছনে ছুটছে স্মৃতি। সাদা বুদুবুদ।
সাথে উড়ছে সিগাল। এজিয়ান সাগরের সিগাল। শঙ্খবুক-কমলাচঞ্চু সিগাল। দেখলেই ধরতে ইচ্ছে করে। কিন্তু ধরা দেয় না। সুখের মত বদমাস। তীরে দাঁড়িয়ে ছোট্ট দ্বীপ। পাহাড় ছুঁয়ে হাসছে। দুঃখের মত বেহায়া। একটুও নড়ছে না।
এথেন্স //© সুজন দেবনাথ