আস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু।ক্যাঙ্গারুর চোখে হঠাৎ আলো পড়লে, ওরা ভ্যাবাচেকা খেয়ে রাস্তায় দাড়িয়ে যায়, গাড়ির নিচে মারা পড়ে। মিরপুরে অস্ট্রেলিয়া টিমের চোখে আলোর ঝলকানি দিচ্ছে বাংলাদেশ। ক্যাঙ্গারুর মতো ওরাও ভয় পেয়ে গেছে। আর মাত্র তিন উইকেট। ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী বাংলাদেশেরি জেতা উচিত। তবে যারাই জিতুক, এমন রোমাঞ্চিত টেস্ট ম্যাচ অনেক দিন দেখিনি।
২০১৫ সালে যখন অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করলো, তখন ভীষণ কষ্ট হয়েছিলো।হঠাৎ মনে হয়েছিলো, অস্ট্রেলিয়া এমন ভীরু হয়ে গেলো? সেদিন লিখেছিলাম, কেউ বুঝি ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে ক্যাঙ্গারুর মত মিথ্যা আলো ফেলেছে।তাই ভয় পেয়েছে। আমি অস্ট্রেলিয়াকে ভালোবাসি। দুই বছর সেখানে পড়ালেখা করেছি।
ওরা লড়াকু জাতি। ব্রিটিশরা যাদেরকে চোর অপবাদ দিয়ে প্রশান্ত সাগরের পাড়ে নির্বাসন দিয়েছে, যেসব রাজনৈতিক বন্দীদের চালান করেছে দূর দ্বীপে, সেইসব মানুষই গড়ে তুলেছে আজকের সুন্দর অস্ট্রেলিয়া। সেই সব অপরাধীরাই তৈরি করেছে মেলবোর্ণের মত শহর, যেটি র্যাংকিং-এ Most Livable City in the World. তাই অস্ট্রেলিয়ার ইতিহাস মানুষের বিজয়ের ইতিহাস। মানুষের পরাজিত না হবার দর্শন। তাতে ভীরুরার কোন স্থান নেই। কিন্তু সেদিন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর না করায়, তাদের ভীরুতাই প্রমাণ হয়েছিলো।
তার দুই বছর পরে তারা বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ খেলছে। অস্ট্রেলিয়া বুঝে গেছে, অনেক বছর বাংলাদেশে এসে এবার বাঘের সামনেই পড়েছে ক্যাঙ্গারু।সুন্দর ক্রিকেট হচ্ছে মিরপুরে, রোমাঞ্চিত টেস্ট ম্যাচ। অচিরেই এসেজের চেয়ে বেশি আকর্ষণীয় হবে – বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।
৩০ আগস্ট ২০১৭, এথেন্স, © সুজন দেবনাথ