শ্রীকৃষ্ণঃ ইতিহাসের প্রথম কূটনীতিক

(জন্মাষ্টমী উপলক্ষে লেখা)

শ্রীকৃষ্ণ – একজন কূটনীতিক। ইতিহাসের একেবারে প্রথমদিককার কূটনীতিক। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী। যুদ্ধটা যেন না হয় – সেজন্য দীর্ঘ ৬ মাস দুই পক্ষের সাথে ইনটেনশিভ নেগোশিয়েশান করেছেন। কুরু-পাণ্ডবদের এক টেবিলে বসিয়ে দিনের পর দিন চেষ্টা করেছেন...