কথা দিলাম – পরের জন্মে – তোমার হাতে স্মার্ট ফোন হবো
তোমার সব অবহেলা সেলফি করে – অনলাইনে বেচে দেবো
            – ‘হোমার-সাগরে হিমালয়’

কৃতজ্ঞতা ভীষণ ভারী জিনিষ। মানুষ কৃতজ্ঞতার বোঝা বেশিদিন বইতে পারে না। কেউ উপকার করলে তাঁর সাথে সমান শ্রদ্ধার সম্পর্কটা আর থাকে না। তার সামনে দাঁড়ালে, নিজের প্রতি শ্রদ্ধাটা অনেকখানি কমে যায়। মানুষ নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে বাঁচতে পারে না। তাই মানুষের অবচেতন মন উপকারীর প্রতি বিদ্রোহ করে। যেভাবেই হোক একদিন সব মিটিয়ে দেবো – এমন একটা ভাব মনের ভেতর তৈরি হয়। একদিন তাঁর ক্ষতি করে সেই ঋণ শোধ হয়। এজন্য মানুষের সবচেয়ে ভালো বন্ধুগুলোই একদিন শত্রু হয়ে যায়।  
          – ‘ইউরেকা মোমেন্ট’         

বেঁচে থাকার প্রয়োজনে প্রতিদিন নিজেকে একটু একটু বেচে ফেলার নামই – চাকরি
          – ‘হোমার-সাগরে হিমালয়’  

মেঘের পা ভারী হলে – মাটিতেই নামে
কফিন যত দামীই হোক, গোরস্থানেই থামে
           – ‘হোমার-সাগরে হিমালয়’

ছোট প্রেম সংসার গড়ে আর বড় প্রেম সংসার ভাঙে। বড় প্রেম বিরহের জন্য উপযোগী, সংসারের জন্য নয়। সংসার হলো দুটি মানুষের প্রতিদিনের ঝগড়া-ঝাটি, রাগ-ক্রোধ, অভিমান মিশানো একঘেয়ে অম্ল-মধুর জিনিস। তার জন্য দরকার সাধারণ, একঘেয়ে ছোট্ট প্রেম। বড় প্রেমে এগুলো খাপ খায় না। বড় প্রেম হলো হঠাৎ উচ্ছ্বাস, যা দুজনকে ভাসিয়ে নেয়, আশেপাশের মানুষকে নাড়িয়ে দেয়। এই প্রেম দিয়ে ভালো সাহিত্য হয়, কিন্তু ভালো সংসার হয় না। এই প্রেম দুটি জীবনকে পুড়িয়ে দেয়, প্রত্যাশার আগুনে জ্বালিয়ে দেয় সংসার। হেলেন আর প্যারিসের প্রেমে পুড়ে যায় ট্রয় নগর। বড় প্রেম কোন কিছুকে ধরে রাখে না, ধরে রাখে ছোট প্রেম। তাই অনেক আশা নিয়ে শুরু হওয়া বড় বড় প্রেমের সংসার সুখী হয় না, সুখী হয় ছোট প্রেমের সংসার।

ছোট প্রেম নিজে ছোট বলে অন্যায় রাগ-ক্রোধকে জায়গা দিতে পারে, আর জায়গা দিতে দিতে ছোট প্রেমের ব্যক্তিত্ব বড় হয়ে ওঠে, সে সেক্রিফাইস করতে শিখে যায়। আর বড় প্রেম নিজে বড় বলে একটি ছোট্ট অভিমানকেও জায়গা দিতে পারে না, ছাড় না দিতে দিতে বড় প্রেমের ব্যক্তিত্ব ছোট হয়ে যায়, সেক্রিফাইস কি জিনিস সেটাই ভুলে যায়। তাই ছোট প্রেম সংসার গড়ে আর বড় প্রেম সংসার ভাঙে।
            -‘হেমলকের নিমন্ত্রণ’

আমি ঘর পোড়া ছাই –
এসো আগুন, তোমাকে আলো হতে শিখাই
           – ‘হোমার-সাগরে হিমালয়’

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা চন্দ্র-স্বভাবী। তারা চাঁদের মতই সবার কাছে ভালো থাকার এক অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। তারা চাঁদের মতই দূরে থাকে, দূর থেকে মিষ্টি মিষ্টি কথা বলে। দূর থেকে মনে হয় এর চেয়ে ভালো মানুষ আর একটিও নেই। সবাই এদের পছন্দ করে।

চন্দ্র-স্বভাবী মানুষেরা খুব ভালো প্রেমিক-প্রেমিকা হয়। কারণ প্রেম জিনিসটা দূর থেকেই সুন্দর। কাছে এনে নেড়ে দেখতে গেলে প্রেম পানসে হয়ে যায়, তেমনি কাছে আসলেই চন্দ্র-স্বভাবী প্রেমিক-প্রেমিকার গোমরও ফাঁস হয়ে যায়। এরা ভালোবাসে শুধু নিজেকে, তোমাকে নয়।
           – ‘ইউরেকা মোমেন্ট’ © সুজন দেবনাথ

 

পৃথিবীতে অতি অল্প কিছু মানুষ আছে, যারা সূর্য-স্বভাবী। এরা সূর্য-মানব। চাঁদের এতো অকৃতজ্ঞতা সহ্য করেও সূর্য কোনদিন চাঁদকে আলো দেয়া বন্ধ করে না, নিজে হিলিয়ামে পুড়তে পুড়তে আলো দিয়েই যায়। সূর্য-স্বভাবী মানুষগুলোও নিজে সারা জীবন জ্বলতে থাকে।

সূর্য-মানবরা পৃথিবীর জন্য খুবই উপকারী কিন্তু এরা নিজের প্রেমিক বা প্রেমিকার জন্য একটা বিভীষিকা।  তাদের সাথে সংসার করতে গেলে তুমি প্রতি পদে কাঁদবে। তাই আর যাই কর – সূর্য-মানবদের বিয়ে করো না, তাদের ভালোবাসো, তাদের থেকে আলো নাও, কিন্তু বিয়ে করেছ তো মরেছ।  সংসার করতে যে ছলনা লাগে, তা সূর্য-মানবদের মধ্যে নেই।
          – ‘ইউরেকা মোমেন্ট’ © সুজন দেবনাথ

পড়ছি কেন? চাকরি চাই – রিসার্চ ফিসার্চ বুঝি না
সাগর এলে পায়ের কাছে, নামবো সবাই লবণ চাষে
মুক্তা-টুক্তা খুঁজি না
          – ‘হোমার-সাগরে হিমালয়’ © সুজন দেবনাথ

 

সুজন দেবনাথের লেখা কিছু প্রিয় পংক্তি পড়তে এখানে ক্লিক করুন:

 

হোমার-সাগরে হিমালয়হোমার-সাগরে হিমালয়

প্রকাশক: চৈতন্য প্রকাশন
সুজন দেবনাথের কাব্যগ্রন্থ
সিলেট:
০১৭১৮২৮৪৮৫৯
প্রচ্ছদ: নিবেদিতা নাথ
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২১

এই বইয়ের ভূমিকায় কবি বলেন, ‘এই বইয়ের বেশীর ভাগ কবিতা লিখেছে হোমার-সাগর, আর কিছু কবিতা লিখেছে হিমালয়।

গ্রিসের সাগরগুলোকে আমি অনেক আগেই নাম দিয়েছি হোমার-সাগর। এই বইয়ের বেশীর ভাগ কবিতাই শুরু হয়েছিল এথেন্সে, শেষ হয়েছে ভুটানে।
তাই যা লিখার সাগর আর হিমালয়ই লিখেছে’।

homarer-desheহোমারের দেশে রবীন্দ্রনাথ

হোমারের দেশে রবীন্দ্রনাথ সুজন দেবনাথ গল্প এবং গবেষণা
প্রকাশকঃ কিংবদন্তী প্রকাশন
প্রকাশকালঃ অক্টোবর ২০২১

১৯২৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটানা ছয় মাস ইউরোপের কয়েকটি দেশে ভ্রমণ করেন। সেই ভ্রমণ ছিলো একই সাথে সফল এবং কিছুটা বিতর্কিত। ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির আতিথ্য নেবার সমালোচনার সাথে তাঁকে এক নজর দেখার জন্য ইউরোপের প্রতিটি নগরে হাজারো মানুষের ভীড়ও চোখে পড়ার মতো ছিলো।

হেমলকের নিমন্ত্রণহেমলকের নিমন্ত্রণ

‘হেমলকের নিমন্ত্রণ’একটি পাঠক নন্দিত ঐতিহাসিক উপন্যাস। সক্রেটিস, প্লেটো, হেরোডটাস, সফোক্লিসের সময়ে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, গণতন্ত্র, চিকিৎসা, দর্শন, থিয়েটারের জন্ম এই গল্পের পটভূমি। এথেন্স শহরের পটভূমিতে অন্ধকার থেকে আলোর জন্মের কাহিনী নিয়ে বাংলা ভাষায় এই ধরনের গল্প এটিই প্রথম।

গ্রিসের ক্ল্যাসিকাল সময় নিয়ে এমন বই বিশ্বসাহিত্যেই নেই। এই বইয়ের গল্পটি এথেন্সের ‘অদিও ইথেন’ বা ‘সক্রেটিস কমিউনিটি’ নামে একটি গ্রিক সংগঠন কর্তৃক ২০২০ সালে সক্রেটিসের জন্মদিনে উপস্থাপনের জন্য সেরা গল্প হিসেবে নির্বাচিত হয়।
দেশ বিদেশের সক্রেটিস বিশেষজ্ঞগণ অকুণ্ঠ প্রশংসা করেছেন এই বইয়ের।

 

 

মন খারাপের উঠোন মন খারাপের উঠোন

সুজন দেবনাথের প্রথম কাব্যগ্রন্থ ‘মন খারাপের উঠোন’।
প্রকাশকালঃ ২০১৫
প্রকাশকঃ কবি প্রকাশনী

‘মন খারাপের উঠোন’ কাব্যগ্রন্থটি অব্যয় অনিন্দ্য ছদ্মনামে প্রকাশিত হয়। কবি সুজন দেবনাথের ৩৯ টি কবিতা স্থান পেয়েছে এই বইয়ে। আধুনিক কবিতা নিয়ে নতুন কবির নতুন আঙ্গিকে লিখিত এই কবিতাগুলিকে বাংলার পাঠক সমাদৃত হয়েছে। আধুনিক পাঠককে কবিতামুখী করতে সুজন দেবনাথের অনাবিল প্রচেষ্টাকে পাঠক গ্রহন করেছে আন্তরিকভাবে।

 

‘কীর্তিনাশা’

কীর্তিনাশা

সুজন দেবনাথের প্রথম গল্পগ্রন্থ ‘কীর্তিনাশা’।
প্রকাশকালঃ ২০১৫
কবি প্রকাশনী

‘কীর্তিনাশা’ গল্পগ্রন্থটি অব্যয় অনিন্দ্য ছদ্মনামে প্রকাশিত হয়। লেখকের জন্ম ও বেড়ে ওঠা পদ্মা নদীর তীরে। তাই তাঁর শৈশবে হারিয়ে যাওয়া স্মৃতির আধুলি থেকে শুরু করে কৈশোরের জ্যোৎস্নাঘুমে লেগে আছে পদ্মার ঘ্রাণ। এই পদ্মারই অন্য নাম ‘কীর্তিনাশা’। তাই ‘কীর্তিনাশা’ আসলে লেখকের ছোট্ট জীবনের অতি ছোট্ট দূরবীনে ভেসে ওঠা টুকরো টুকরো ছবি।

 

 

হোমার-সাগরে হিমালয়
হোমার-সাগরে হিমালয়
হোমারের দেশে রবীন্দ্রনাথ
হোমারের দেশে রবীন্দ্রনাথ
হেমলকের নিমন্ত্রণ
হেমলকের নিমন্ত্রণ (পরিমার্জিত সংস্করণ)
হেমলকের নিমন্ত্রণ
হেমলকের নিমন্ত্রণ
(প্রথম সংস্করণ)
মন খারাপের উঠোন
মন খারাপের উঠোন
কীর্তিনাশা
কীর্তিনাশা