Select Page
মন খারাপের উঠোন
মন খারাপের উঠোন

সুজন দেবনাথের প্রথম কাব্যগ্রন্থ ‘মন খারাপের উঠোন’।

প্রকাশকালঃ ২০১৫

প্রকাশকঃ কবি প্রকাশনী

‘মন খারাপের উঠোন’ কাব্যগ্রন্থটি অব্যয় অনিন্দ্য ছদ্মনামে প্রকাশিত হয়। কবি সুজন দেবনাথের ৩৯ টি কবিতা স্থান পেয়েছে এই বইয়ে। আধুনিক কবিতা নিয়ে নতুন কবির নতুন আঙ্গিকে লিখিত এই কবিতাগুলিকে বাংলার পাঠক সমাদৃত হয়েছে। আধুনিক পাঠককে কবিতামুখী করতে সুজন দেবনাথের অনাবিল প্রচেষ্টাকে পাঠক গ্রহন করেছে আন্তরিকভাবে। আন্তর্জাতিক ভাবধারা আর বহুমুখী বিষয়ের সমন্বয়ে গঠিত এই বইয়ের কিছু কবিতা মানুষের মুখে মুখে ফিরে। যেমন:

#

‘মানবতার রঙও দেয়াল খোঁজে

কোনখানে বেশি আলো-বোঝে

সব আর্তনাদ সবাইকে ছোঁয় না

অনেক কষ্টই কয়লায় থেমে যায়

হীরা আর হয় না’

#

মানুষের মাকড়-গুণ নেই

মাকড়শা নিজের জালে ধরা পড়ে না।

#

আলোর অক্ষমতার যন্ত্রণাকে কে যেন নাম দিল ছায়া।

#

ঝিকমিক করলেও নিয়নবাতি দুঃখ-রাতের তারা হয় না।

#

দুঃখই হলো ভালোবাসা মাপার স্কেল

#

সূর্যগ্রহণে মানবতাকে পথ দেখাতেই জন্ম জোনাকির-

অথচ ক্ষমতার প্রয়োজনে ও বুলেট হয়ে যায়।

আমি তো ক্ষমতার ভাদ্দর বউ,

আমাকে ছা-পোষা কেরানী বানাতে

টাকাগুলি জোনাকি হয়ে যায়।