Select Page

সুনীল গাঙ্গুলী বলতেন, কেউ কথা রাখে না। কথাটা ভুল। বাংলাদেশ ক্রিকেট দল তো দেখি কথা রাখলো।
কালকে সন্ধ্যায় বললাম – মুশফিক, ইংলিশ প্লেয়ারদের দুই দিন এক্সট্রা ছুটির ব্যবস্থা করে দাও। ওনাদেরও তো ‘আয়নাবাজি’ দেখতে ইচ্ছা করে।

আগামীকাল ম্যাটিনি শো তে ইংলিশরা ‘আয়নাবাজি’ সিনেমা দেখবে।
সাথে ফ্রি দেখানো হবে – ‘ক্ষুদিরামের ফাঁসি’ এবং ‘প্রীতিলতার আত্মত্যাগ’।

// ইংল্যান্ডের সাথে বাংলাদেশের বিজয়ের পর লেখা, ৩০ অক্টোবর, ২০১৬, এথেন্স

অনেক অনেক ধন্যবাদ আর প্রীতি ইংল্যান্ড ক্রিকেট দলকে। এটা সত্যিই উপভোগ্য একটা সিরিজ ছিল। অনেক মজা করেছি, পিন দিয়েছি, ফেইসবুকে যতটুকু স্লেজিং করা যায় – সবটুকু করেছি। অস্ট্রেলিয়ার মত দল যখন নিরাপত্তার ধুঁয়া তুলে বাংলাদেশে আসলো না, সেই প্রেক্ষিতে ইংল্যান্ড দলের সফর আমাদের জন্য ভীষণ দরকার ছিলো। অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা তাঁদের ভারত সফরের জন্য।

জীবনে এই প্রথম আমি ইংল্যান্ড দলকে শুভকামনা জানাচ্ছি। আশা করি মিরাজ আর সাকিবের বলের বিভীষিকার সাথে পরিচিত হয়ে যাওয়ায়, তাঁরা ভারতের অশ্বিনদের ভালোভাবেই খেলতে পারবে।
Good Luck English Cricket Team.

২ নভেম্বর, ২০১৬, এথেন্স
© সুজন দেবনাথ