Select Page
ঋণ স্বীকার

লুই পা থেকে শুরু করে আজকের ফেইসবুক কবি
বাংলা-ভাষায় যিনি এক লাইন কবিতাও
লিখেছেন, লিখছেন এবং লিখবেন
তাঁদের পবিত্র
করতলে

কবিতার চরণ মাথায় নিয়ে রাস্তায় নেমে যে প্রেমিক তার প্রেমিকার হোস্টেলের ঠিকানা ভুলে গিয়েছিল, যে মেয়েটি সমাজের সবটুকু বঞ্চনা সবটুকু দীর্ঘশ্বাস কয়েকটি লাইনে আনার জন্য কি-বোর্ডে আঙুল রেখেছে, বান্ধবীর জন্মদিনে স্মার্টফোন উপহার না দিয়ে যে তরুণ একটি কবিতা উপহার দেবার সাহস করেছিল, ভ্যালেন্টাইন ডের সকালে যে মেয়েটি গোলাপের সাথে দুটি ছন্দময় লাইনও প্রত্যাশা করে, এই নক্ষত্র বিছানো জ্যোৎস্না রাতে যে যুবক তার প্রিয়তমা স্ত্রীকে ভুলে শব্দ-ছন্দ-চরণ নিয়ে মশগুল আছেন, ছোট্ট শিশুটিকে লালভোল দিয়ে যে নতুন পিতা ভর সন্ধ্যায় প্রচ্ছদ নিয়ে বসেছেন, ছেলেকে স্কুলে দিয়ে ফিরতি পথে যে মা ভুলে যাওয়া কবিতা মনে করছেন, সারা জীবন কবি হবার বাসনাটা গোপন রেখে যে শিক্ষক তার ছাত্র-ছাত্রীকে অংক শিখাচ্ছেন, সদ্য লেখা কবিতাটির মেদ আর একটু কমাতে যে তরুণ নিরানব্বই বারের মতো কাটছে, চাকরি থেকে অবসরের পর অফুরন্ত সময়ে যে প্রবীণ স্মার্টফোনে স্কুলজীবনের অর্ধেক লেখা কবিতাটি শেষ করছেন, অন্য কাউকে আর কবি হতে দিবেন না বলে যারা এগারো জনের টিম করেছেন, সারা জীবন কবিতার পেছনে হাঁটলেও মৃত্যুর আগে যাদের কবি হতে দেয়া হয় নি, কবিতাকে খ্যাতি বানিয়ে যারা শেষ পর্যন্ত গলায় পড়েছেন, কবিতাকে আশ্রয় করেছিলেন বলে যারা হাজার বছর ধরে বেঁচে আছেন, কিংবা কেবল কবিতা ধরে বেঁচে থাকতে চেয়েছিলেন বলে যারা অকালে মরে গেছেনÑতাঁদের সবাইকে জানাই আমার অন্তরের প্রণতি।

©সুজন দেবনাথ
………………………… ……………………………