Select Page

আলো ফুটেছে বাংলাদেশে, ইউরোপজুড়ে এখনও গহীন রাত
এখানেও শুকতারা ওঠে, কিন্তু বাংলা জানেনা, বলেনা সুপ্রভাত
সূর্য দেখবে বলে জেগে আছে রাত, টেবিলে পিৎজা-ফিসচাপ
ঘুমাতে চাই, দাও না আমায় একমুঠো, মা মা গন্ধ মাখা ভাত