আবার আমরা মানুষ হবো
সুজন দেবনাথ
মহামারী চলে গেলে, আবার আমরা মানুষ হবো
তোর নিঃশ্বাস ছুঁয়ে, নির্ভয়ে একটা হাসি দেবো
এক কাপ চা আবার তিনজনে ভাগ করে খাবো
গলাগলি, কোলাকুলি, গালে গালে গালাগালি
চোখ-সেতু, ঠোঁট-সেতু, হৃদয়ের অলিগলি
কথা দিলাম- এইবার মহামারী চলে গেলে
তোকে অনেক বেশি ভালবাসবো
লকার থেকে মানবতা ফিরিয়ে এনে
দেখিস- সত্যি আবার মানুষ হবো
আবার- মানুষকেই ভালোবাসবো